কক্সবাজারে আপত্তিকর অবস্থায় অপরকীয়া জুটি আটক

কক্সবাজারে আপত্তিকর অবস্থায় অপরকীয়া জুটি আটক

কক্সবাজার সদরের ঈদগাঁওতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ৷  সোমবার ভোররাতে ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভাদিতলা গ্রামের একটি বাড়ী থেকে তাদের আটক করা হয়।  আটক আবুল কাশেম (৪০) জালালাবাদ ইউনিয়নের পালাকাটা নিবাসী মোঃ ঈসমাইলের ছেলে।
প্রতীকী ছবি।
নিউজ ডেস্কঃ
কক্সবাজার সদরের ঈদগাঁওতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ৷  সোমবার ভোররাতে ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভাদিতলা গ্রামের একটি বাড়ী থেকে তাদের আটক করা হয়।  আটক আবুল কাশেম (৪০) জালালাবাদ ইউনিয়নের পালাকাটা নিবাসী মোঃ ঈসমাইলের ছেলে। 

এলাকাবাসী জানিয়েছে, ভাদিতলার জনৈক সারা খাতুনের বাড়ীতে এক মহিলাকে নিয়ে প্রায় সময় গোপনে অনৈতিক মেলামেশা করত আবুল কাশেম।
 
স্থানীয় জনগণ ও সমাজপতিরা বারবার নিষেধ করলেও তারা একাজ থেকে বিরত হয়নি।  যথারীতি সোমবার ভোররাতে আবারো উপরোক্ত বাড়ীতে অনৈতিক কাজে লিপ্ত হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এস আই আবু বকর ছিদ্দিক ও সঙ্গীয় ফোর্স। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় আপত্তিজনক অবস্থায় কাশেম ও উক্ত নারীকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা এসআই আবু বকর ছিদ্দিক জানান, আটক জুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

আটক আবুল কাশেম ইসলামপুর কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত রয়েছে বলে জানা গেছে।
/সিবিএন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ