আব্দুল আলীম নোবেলঃ
কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে এলএ শাখার সার্ভেয়ার ওয়াসিম, ফেরদৌস ও ফরিদের বাসা থেকে ওয়াসিম আটকসহ প্রায় এক কোটি টাকা উদ্ধার সহ সরকারি নতিপত্র জব্দ করেছে র্যাব- ১৫।
কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে এলএ শাখার সার্ভেয়ার ওয়াসিম, ফেরদৌস ও ফরিদের বাসা থেকে ওয়াসিম আটকসহ প্রায় এক কোটি টাকা উদ্ধার সহ সরকারি নতিপত্র জব্দ করেছে র্যাব- ১৫।
১৯ ফেব্রয়ারী বিকালের দিকে র্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পের সিও মেজর মেহেদী হাসানের নেতৃত্বে কক্সবাজার শহরে পৃথকভাবে এই অভিযান চালানো হয়। ওই সময় সার্ভেয়ার ওয়াসিমের শহরের বাহারছড়াস্থ বাসা থেকে প্রায় ৬ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে বলে জানা যায়। অপর দিকে কক্সবাজার শহরের তারাবনিয়ার ছড়া সার্ভেয়ার ফেরদৌসের বাসায় অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ টাকা জব্দ করেন। এছাড়া বাহারছড়া এলাকায় সার্ভেয়ার ফরিদের বাসায় অভিযান চালিয়ে ৬০ লাখ ৮০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র্যাব।
0 মন্তব্যসমূহ