আক্তার কামাল সোহেলঃ
কক্সবাজারের রামুতে ১০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় রামুর চেইন্দা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হাফেজ আহমদের ছেলে সাইদ উল্লাহ (২৭) ও একই রোহিঙ্গা ক্যাম্পের মৃত ওয়াসের ছেলে মো. রফিক (২৩)। র্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ইয়াবা ট্যাবলেট বেচাকেনার জন্য কয়েকজন ইয়াবা কারবারি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারিকে আটক করে। পরে তাদের হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে নয় হাজার ৯৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা এবং আটক রোহিঙ্গা মাদক কারবারিদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে
0 মন্তব্যসমূহ