প্রেস বিজ্ঞপ্তিঃ
মানব কল্যাণ-উন্নয়ন সংস্থা বাংলাদেশ- এর উদ্যোগে ২০২০ সালের বার্ষিক শিক্ষা সফর ১১ জানুয়ারি রোজ শনিবার ১ দিন ব্যাপী শিক্ষা সফর সফলতার সাথে সম্পন্ন হয়েছে।
সংস্থা উদ্যোগে শিক্ষা সফর কক্সবাজারের চকরিয়া দুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক,রামু ক্যান্টনমেন্ট, বোটানিক্যাল গার্ডেন, ইনানী,হিমছড়ি সহ আরও বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন সংস্থার বিভিন্ন সেক্টরে দায়িত্বরত পরিচালক ও সদস্যবৃন্দ। উক্ত শিক্ষাসফরে বিভিন্ন প্রজাতির জীব জন্তু এবং স্কুল,কলেজ, মসজিদ,মাদ্রাসা ও সুন্দর দর্শনীয় গার্ডেন, কক্সবাজারের প্রাচীন নিদর্শনগুলি ঘুরে ফিরে দেখানো হয়। এই দর্শনীয় স্থান গুলির উপর শিক্ষা সফরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে সংস্থায় ২০১৯-২০২০ সালের মধ্যে সংস্থার মধ্যে যারা কৃতিত্ব ও সময় দিয়ে ভূমিকা পালন করেছেন তাদেরকে উপহার ও সম্মাননা স্মারক প্রদান করেন সংস্থার প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান নুরী ও সংস্থার ব্যবস্থাপনা পরিচালক জনাব শহিদুর রহমান শহীদ সহ আরও বিভিন্ন সেক্টরের দায়িত্ব রত পরিচালকবৃন্দ। শিক্ষা সফর প্রার্থী ও সংস্থার সদস্যরা বলেন আমরা এ শিক্ষা সফরে অনেক কিছু শিখতে পেরেছি, দেখতে পেরেছি এই শিক্ষা সফর আমাদের জীবনের স্মরণীয় হয়ে থাকবে। এতে আনুষ্ঠানিকতার মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছি এবং আমরা যে যতটুকু কাজ করছি তা অনুসারী আমাদেরকে সম্মানিত পরিচালক বৃন্দ উপহার ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মানিত করেছেন । সংস্থার প্রতিষ্ঠা প্রধান পরিচালক মোঃ মিজানুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক শহীদ বলেন শিক্ষা সফর কে বাস্তবায়ন করার জন্য আমরা নিজেদের প্রচেষ্টার মাধ্যমে যতটুকু পেরেছি আপনাদেরকে একটি ভুল-ত্রুটি মুক্ত শিক্ষাসফর উপহার দেওয়ার জন্য চেষ্টা করেছি । মানুষ হিসেবে এতে কোন ভুল-ত্রুটি থেকে থাকলে সকল শিক্ষাসফর প্রার্থীদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে আগামী আরো সুন্দর সুন্দর দর্শনীয় স্থান ভ্রমণ করার উদ্যোগ গ্রহণ করবে বলে তারা জানান। সংস্থার প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক বলেন, শিক্ষা সফর হচ্ছে জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভ্রমণ ও শিক্ষা সফর সম্পর্কে আল্লাহ পাক বলেন (সুরা-১২ ইউসুফ আয়াত নং ১০৯) ভ্রমণ একটি আনন্দময় ইবাদত এবং জ্ঞান -প্রজ্ঞা ও অভিজ্ঞতার উৎস।সফর বা ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো পূর্ববর্তীদের কীর্তি ও পরিণতি সম্বন্ধে জানা ও শিক্ষাগ্রহণ করা। এ সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহতা'লা আরো বলেন, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? এবং পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল তা কি দেখেনা? যারা মুত্তাকী তাদের জন্য পরলোকই শ্রেয়;তোমরা কি বুঝো না? তিনি আরও বলেন শিক্ষা সফর বিষয়ে বিভিন্ন মনীষী ও ইসলামিক আইনবিদদের মতে সব বিষয় জানতে এবং আল্লাহর নির্দেশ পালনার্থে সামর্থ্য অনুযায়ী সফর করা ভ্রমণ করা কর্তব্য। পৃথিবী একটি বই আর যারা ভ্রমণ করে না এই বইটি পড়তে পারে না ।এই বিষয়গুলি তুলে ধরে তিনি সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে ২০২০ ইং সালের শিক্ষা সফর সমাপ্ত ঘোষণা করেন।
0 মন্তব্যসমূহ