জীবনে তো ছকেই বাঁধা সবাই জানি । তাইতো থরে থরে হিসেব আর হিসেব ! তবে সবসময় শুধু হিসেব কিন্তু মানাসই নয়।
কখনো কখনো অনেক বেহিসেবী আয়োজনও প্রয়োজন । হুটহাট ok বলতে , জানতে সাহস করতে হয়। সহজ গল্প সমস্যার সমাধানে বুঝতে দেয়না । কিন্তু খুব সাধারণ সহজ কথার ছলে , গল্পে গল্পে তা হয়ে যেতেও পারে।
সবসময় ভারী কথা বলা মানেই আমি অনেক বুঝি , তাই হাসতে বারন !
এমন টা ঠিক নয় । সব সময় উপদেশ কেন দিতে হবে ?! একটু বন্ধুর মতো আচরণ করো । জীবন সরল । তাকে তার নিয়মে চলতে দাও । তোমাকে সবাই ভয় পায় , এটা কিন্তু তোমারই পরাজয় ।
শাসন আর ভালোবাসা হোক খোলা জানালার মতো । যাতে করে নিজেই একটা পথ দেখতে পায় অন্যকেও কথা বলার মতো বুদ্ধিদীপ্ত করে তোলো।
কথার আদান প্রদান space দাও । ছেড়ে দাও নিজেকে একবার ....
দেখো , সাহস করো , বাতাসের মতো আকাশে উড়তে দাও মনকে ।
দেখবে হাসতে কতো প্রানের সন্চার হচ্ছে । হাসির আড়ালে হাসিকেই ঠাঁই দাও .... মনে হবে কতোদিন পর তুমি প্রান ভরে নিঃশ্বাস নিলে । কারণ মানুষ বেশীদিন দুঃখের সাথে সন্ধি করে থাকতে পারেনা । সুখকে খোঁজে । বাঁচতে শিখতে হয় । স্বপ্ন দেখো , হাটতে শেখো , শেখাও।
কখনো কখনো অনেক বেহিসেবী আয়োজনও প্রয়োজন । হুটহাট ok বলতে , জানতে সাহস করতে হয়। সহজ গল্প সমস্যার সমাধানে বুঝতে দেয়না । কিন্তু খুব সাধারণ সহজ কথার ছলে , গল্পে গল্পে তা হয়ে যেতেও পারে।
সবসময় ভারী কথা বলা মানেই আমি অনেক বুঝি , তাই হাসতে বারন !
এমন টা ঠিক নয় । সব সময় উপদেশ কেন দিতে হবে ?! একটু বন্ধুর মতো আচরণ করো । জীবন সরল । তাকে তার নিয়মে চলতে দাও । তোমাকে সবাই ভয় পায় , এটা কিন্তু তোমারই পরাজয় ।
শাসন আর ভালোবাসা হোক খোলা জানালার মতো । যাতে করে নিজেই একটা পথ দেখতে পায় অন্যকেও কথা বলার মতো বুদ্ধিদীপ্ত করে তোলো।
কথার আদান প্রদান space দাও । ছেড়ে দাও নিজেকে একবার ....
দেখো , সাহস করো , বাতাসের মতো আকাশে উড়তে দাও মনকে ।
দেখবে হাসতে কতো প্রানের সন্চার হচ্ছে । হাসির আড়ালে হাসিকেই ঠাঁই দাও .... মনে হবে কতোদিন পর তুমি প্রান ভরে নিঃশ্বাস নিলে । কারণ মানুষ বেশীদিন দুঃখের সাথে সন্ধি করে থাকতে পারেনা । সুখকে খোঁজে । বাঁচতে শিখতে হয় । স্বপ্ন দেখো , হাটতে শেখো , শেখাও।
লেখকঃ
ফারজানা রহমান,
ঢাকা।
0 মন্তব্যসমূহ