নাছির উদ্দীনঃ
কক্সবাজার জেলার প্রবেশ মূখ হারবাং ও বরইতলী দূটি ইউনিয়ন নিয়ে কাজ করে হারবাং পুলিশ ফাঁড়ি।হারবাং পুলিশ ফাঁড়িতে সাম্প্রতিক যোগদানকৃত ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) জনাব আমিনুল ইসলাম যোগদানের এক মাসের মধ্যেই আস্তা অর্জন করতে স্বক্ষম হয়েছে এলাকাবাসীর।
জানা যায় হারবাং পুলিশ ফাঁড়িতে তিন জন সাব ইন্সপেক্টর (এসআই) ও কনস্টেবলদের সাথে আইসি আমিনুল সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক বজায় রেখে খুবই সাহসিকতা ও সততার সাথে কাজ করছেন।তিনি ইতিমধ্যে অত্র এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে এক ডিজিটাল পরিকল্পনা হাতে নিয়েছে।তারই ধারাবাহিকতায় গত ২২/১০/২০১৯ইং তারিখ মঙ্গলবার ভোর ৫.০০ টা হারবাং ০৯ নং ওয়ার্ডের কুক্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি কালা মাহাবু কে গ্রেপ্তার করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।এবং আজ ২৫/১০/২০১৯ ইং শুক্রবার হারবাং বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজে উপস্থিত মুসল্লীদের উদ্দ্যেশে মাদক,সন্ত্রাস পরিস্কার পরিচ্ছন্নতা,সর্বোপরি একটি সুন্দর সমাজ বিনির্মানে সচেতনতা ও সকলের সহযোগীতা চেয়ে যে সুন্দর আলোচনা রেখেছেন তা অত্যন্ত প্রশংসিত।এছাড়াও বিভিন্ন পারিবারিক কলহ,জমি বিরোধ সহ নানা বিষয়ে স্থানীয় শালিস এর মাধ্যমে উভয় পক্ষের যে সুন্দর সমঝোতা তা নিয়ে স্বস্তির নিশ্বাঃস ফেলছেন এলাকাবাসি।
সর্বোপরি এই মহান ব্যাক্তি অত্র এলাকাকে একটি শান্তিপূর্ণ মাদক ও সন্ত্রাস মুক্ত করতে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
0 মন্তব্যসমূহ