সাহানারা পারভীন
কত যে কথা ছিল
বলা তো হলো না তার
এক রত্তি ও।
তুমি তো আজ ধ্রুব তারা
ওই দুর গগন পারে।
কেন নিষ্পলক তাকিয়ে থাকো??
বলো,বলো নাগো...??
আমি যে শুনিতে চাই
তোমার ওই না বলা বাণী
আমি তো নিত্যই প্রহর গুনি।
তুমি আসবে ভালোবাসবে
দুহাত জড়িয়ে বলবে
আমি আজও তোমায় ভালোবাসি
বড্ড বেশি ভালোবাসি।
তোমার সুরে সুর বেঁধে
বলিতে চাই আমিও সখা
ভালোবাসি শুধু ভালোবাসি তোমায়
আর জনমে হবেই হবে দেখা।
না বলা কথা গুলি আজ
গুমরে মরে বুকের খাঁচায়
আরেক টি বার আসো ফিরে তুমি
ব্যাকুল হৃদয় শুধু কহিতে চায়
ভালোবাসি শুধু
ভালোবাসি তোমায়।
0 মন্তব্যসমূহ