সাহানারা পারভীন(স্বপ্ন ছোঁয়া)
মানুষ কেন হায়েনা হলো হিংস্র পশুর চেয়ে
প্রাণী কুলের শ্রেষ্ঠ জীব আজ
নেই কো ত্রিভুবনে।
দূর্নীতি আর অনিয়মের স্রোতে ভাসে দেশ,
কেমনে হলো এই দেশ টা
অস্ত্র ভান্ডার বেশ।
মরছে মানুষ পথে ঘাটে
এমোনি আপন লয়ে
সবখানে আজ লাশের মিছিল
ভাসছে নদীর জলে।
বাদ পড়েনি হেথা হোথা
কিংবা ডোবার জলে।
শিক্ষাগুরু নাটের গুরু
লোলুপ কেন তোরা?
বেশভূষা খান ভালোই পরিস
ছিল না তো জানা।
শিক্ষাগুরু জালিম কেন
নেই কো তোদের লাজ,
তীক্ষ্ণ তোদের দৃষ্টি খানা
শকুন চেয়ে আজ।
ধর্ষকেরই আস্তাকুঁড় আজ
দেশ মাতারই বুক,
মায়ের আঁখি জলটা তে কি
তোদের এতো সুখ???
কেমনে ধরলো পচন আজ
মনুষ্যত্বের তলে,
মায়া মমতার মৃত্যু হলো
কোন কারণের ছলে???
সম্প্রদায়ের সাম্প্রদায়িকতার
আগুনে কেন জলি???
সবার উপরে মানুষ সত্য
কেমনে গেলাম ভুলি???
প্রযুক্তিরই উন্নয়নে
ভাসছে যখন ধরণী
ভাব ভাবনা বদলে না আর
মরছে কন্যা জননী।
মানুষ বলে নিজেকে
কেমনে করি দাবী আজ
নেই কি কোন শরম লাজ???
কন্যা জায়া জননী আজ
কেউ নিরাপদ নয়,
এটাকেই কি আমার
সোনার বাংলা কয়??????
0 মন্তব্যসমূহ