হোয়াইক্যংয়ে প্রায় ২০দিন ধরে এক কিশোর নিখোঁজ রয়েছে। কিশোরের নাম মোঃ ইসমাইল (১৩)। সে হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট সংলগ্ন বালুখালী এলাকার জাফর আলমের ছেলে। ১৫ জুলাই সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে শিশুটি আর ফিরেনি।
পরিবার সূত্রে জানা গেছে, অর্থাভাবে বেশিদূর লেখাপড়া করতে পারেনি ইসমাইল। ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে পরিবারের ঘানি টানতে পাশ্ববর্তীতে উখিয়া উপজেলা পালংখালী বাজারে সিএনজির কারিগরি কাজে জড়িয়ে পড়েন। এরই প্রেক্ষিতে সিএনজি ওয়াকশপে যাওয়ার জন্য ১৫ জুন সকালে বাড়ি থেকে বের হয়। এর পরের দিন দোকান মালিক বাড়িতে ফোন করে ইসমাইলের খোঁজ নেন। তখন থেকে নিখোঁজের পরিবার আত্নীয়-স্বজন ও সম্ভাব্য স্থানে অনেক খুজাঁখুজি করার পরেও তার হদিস মেলেনি। তাকে না পেয়ে তার মা আমেনা খাতুন পাগল প্রায়। তার বড় ভাই মোহাম্মদ হোছন জানান,কোনো সুহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধ্যান পেলে যোগাযোগ করার বিনীত অনুরুধ করেন। তার মুঠোফোন নম্বর ০১৮৮৪১৫৪৩৬১ ও ০১৯৯৯১৭৪০২৭। মোহাম্মদ হোছনও হোয়াইক্যং বাজারের তানিয়া কুলিংকর্ণারে চাকুরি করেন। অনেকেই ধারণা করেন অভিমান করে ছেলেটি কোথাও গা ঢাকা দিয়েছে।
/টেকনাফ টুডে!
0 মন্তব্যসমূহ