নিজস্ব প্রতিবেদকঃ
প্রশাসনের কঠোরতার পরও থামছে না মাদকের বেচাকেনা। প্রতিদিন ধরা পড়ছে ইয়াবার চালান। আটক হচ্ছে মাদকসেবী ও কারবারিরা। ক্রসফায়ারে মরছে মাদকের মামলার আসামি ও অভিযুক্তরা।
প্রশাসনের কঠোরতার পরও থামছে না মাদকের বেচাকেনা। প্রতিদিন ধরা পড়ছে ইয়াবার চালান। আটক হচ্ছে মাদকসেবী ও কারবারিরা। ক্রসফায়ারে মরছে মাদকের মামলার আসামি ও অভিযুক্তরা।
অপ্রতিরোধ্য এই মাদক প্রতিরোধে ১০ টি প্রস্তাবনা পেশ করেছে পরিকল্পিত কক্সবাজার আন্দোলন। সংগঠনের সমন্বয়ক আব্দুল আলীম নোবেল প্রস্তাবনাগুলো গণমাধ্যমকে জানিয়েছেন।
১. সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানে একযোগে মাদক বিরোধী সমাবেশের ডাক দেয়া।
২. জেলার সকল জামে মসজিদে মাদক বিষয়ক বক্তব্য প্রদান।
৩. কক্সবাজার জেলার সকল দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে মাদক বিরোধী নিয়মিত নিউজ ও বিজ্ঞাপন প্রচার।
৪. মাদক নির্মূল সংক্রান্ত নিয়মিত লিফলেট প্রচার ও সমাবেশ।
৫. আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে লংমার্চ (টেকনাফ টু কক্সবাজার)।
৬. শুধুমাত্র মাদকের খবর দিতে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা।
৭. মাদকের খবর দিতে গ্রুপ পেইজ খোলা।
৮. জেলার ৮ উপজেলার সকল ইউনিয়নে একজন করে বিশ্বস্থ সোর্স নিয়োগ করা।
৯. একই সাথে প্রত্যেক ওয়ার্ডেও একজন করে বিশ্বাসযোগ্য স্বেচ্ছাসেবী সোর্স তৈরি করা।
১০. মাদক প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতাকারী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা।
0 মন্তব্যসমূহ